হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৭টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা যায়, গতকাল বিকেলে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর বাজারের একটি দোকানঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এ ঘটনায় বানিয়ারচর বাজারের মোবাইলের দোকান, ওষুধের দোকান, সিমেন্টের দোকান, পাট ও শুঁটকির আড়ত, চায়ের দোকান, ফার্নিচারের দোকানসহ মোট সাতটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও পুলিশ এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র আইনজীবী আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ক্ষতিগ্রস্ত বানিয়ারচরের ফার্নিচার ব্যবসায়ী রাম মণ্ডল বলেন, `ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দোকানের সব ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একদম পথে বসে গেছি। এখন কীভাবে বেঁচে থাকব জানি না। এখন সরকার যদি আমাদের সাহায্য করে, তাহলে আমরা বাঁচার পথ খুঁজে পেতে পারি।'

এ বিষয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম বলেন, রাজৈর উপজেলার একটি ইউনিট, মুকসুদপুর উপজেলার দুটি ইউনিট ও গোপালগঞ্জের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ