হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইজিবাইক চালক হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামির ফাঁসি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৫ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। দীর্ঘ নয় বছর পর এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে রায় দিল আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে খালিদ ফকির, একই গ্রামের শুকুর মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা, নতুনচর ভূঁইয়াপাড়া গ্রামের আনিচ ফকিরের ছেলে মো. বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. খলিল শেখের ছেলে মো. হাসান শেখ ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচাই গ্রামের মো. খোকন মোল্লার ছেলে মো. ফসিয়ার মোল্লা। তবে রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। 

আদালতে সরকার পক্ষের আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান ও আসামি পক্ষে অ্যাডভোকেট মো. ফজলুল রহমান খান মামলাটি পরিচালনা করেন। 

এ রায়ে নিহতের পরিবার ও আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার বাদী ও নিহতের বাবা মো. নজরুল মোল্লা বলেন, ‘আমার ছেলেকে এই ৫ জন হত্যা করেছে। দীর্ঘ দিন পর আমি ছেলে হত্যার বিচার পেয়েছি। এ রায়ে আমি ও আমার পরিবার খুশি। আমাদের দাবি দ্রুত এ রায় কার্যকর করা হোক। যাতে কেউ আর এ ধরনের কাজ করতে সাহস না পায়।’ 

বাদী পক্ষের আইনজীবী মো. মোক্তার আলী বলেন, ‘এ রায়ের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারটি ন্যায্য বিচার পেয়েছে। আশা করি উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে এবং রায় কার্যকর হবে।’ 

উল্লেখ্য, নিহত ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু শহরতলির মো. নজরুল মোল্যার ছেলে। ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর ফাঁসির আসামি খালিদ ফকির ফোন করে জাহিদুল ইসলাম বাবুকে জেলা শহরের কাঁচা বাজার সংলগ্ন মেইন রোডে আসতে বলেন। পরে ফাঁসির আসামিরা কাশিয়ানী উপজেলার ভুলবাড়িয়া ব্রিজের কাছে গিয়ে জাহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। কয়েক দিন নিখোঁজের পর ওই বছরের ২ অক্টোবর ওই স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ওই দিনই নিহতের পিতা মো. নজরুল ইসলাম খালিদ ফকির ও রাজ্জাক মোল্লাকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে এবং তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী মো. হাসান শেখের বাড়ি থেকে ইজিবাইকটি উদ্ধার করে। পরে দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় আরও দুজনকে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। ৯ বছর ধরে এই মামলা চলে। দীর্ঘ শুনানির পর আদালত এই রায় দিল।

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ