গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের বিলে ধান কাটতে যান শহীদ। সাড়ে ১১টার দিকে আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকাতে দেখা যায়। হঠাৎ বজ্রপাতও শুরু হয়। বজ্রাঘাতে শহীদ ঘটনাস্থলেই নিহত হন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শহীদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।