হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থল কানায় কানায় পূর্ণ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কানায় কানায় পূর্ণ হয়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভার মাঠ। আজ শনিবার সকাল থেকেই টুঙ্গিপাড়াসহ আশপাশের এলাকা থেকে মিছিলসহ নেতা-কর্মীরা জনসভাস্থল শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া ৯টার মধ্যেই মানুষে ভরে যায় মাঠটি।

টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী বলেন, বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আদলে সাজানো মঞ্চে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল। মঞ্চে এখন চলছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বক্তব্য। ঘরের মেয়ে শেখ হাসিনাকে এক পলক দেখতে ভিড় করেছে লাখো মানুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় তৈরি করেছে প্রশাসন। 

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিজ বাড়িতে অবস্থান করেন তিনি। আজ টুঙ্গিপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী দুপুরে কোটালীপাড়ার জনসভায় যোগ দেবেন।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী