হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলের দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম (৩০) এবং একই উপজেলার কাটরবাড়ী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় অপু (৩১)। 

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মারিদুল ইসলাম জানান, তরিকুল ইসলাম ও অপূর্ব ররায় মোটরসাইকেলে করে জেলার কোটালীপাড়া উপজেলা থেকে বেদগ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছ ও পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তরিকুল ইসলাম নিহত ও অপূর্ব রায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. নাসীর উদ্দীন বলেন, নিহত দুজনের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০