হোম > সারা দেশ > গোপালগঞ্জ

লেখকের বাড়িতে বইমেলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস তাঁর নিজ বাড়িতে নিজের লেখা ১৩০টি বই নিয়ে বইমেলার আয়োজন করেছেন। তাঁর এই বইমেলার আয়োজন দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

গত সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামে এই বইমেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে আজ বুধবার। 

লেখক অরুণ কুমার বিশ্বাসের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বঙ্কিম চন্দ্র বিশ্বাস মেলার উদ্বোধন করেন। এ সময় নাট্যকার আকাশ রঞ্জন, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল, সমাজসেবক পরিমল রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জনপ্রিয় এই লেখকের অলকেশ রয় গোয়েন্দা সিরিজের ‘গুপ্তি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

নাট্যকার আকাশ রঞ্জন বলেন, ‘বর্তমান সময়ে যে কয়েকজন লেখক রয়েছেন, তাঁদের মধ্যে অরুণ কুমার বিশ্বাস একজন। তাঁর লেখা মুক্তিপণ, স্পাই, আলিম বেগের খুলি, গুপ্তি, কাটামুন্ডুর বিভীষিকা, পোড়োবাড়ির রহস্য, যেভাবে জয়ী হতে হয়, পিকিংমানব রহস্য, জললিপি, লাল কুটি রহস্য, অতঃপর এল প্রেম, ক্যামডেন কিলারসহ প্রায় ৫০টি বই আমি পড়েছি। তাঁর লেখার গুণগত মান অত্যন্ত নান্দনিক।’ 

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, ‘জনপ্রিয় কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস গ্রামীণ পরিবেশে যে বইমেলার আয়োজন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাঁর এই বইমেলার মধ্য দিয়ে এলাকায় পাঠক সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। তাঁর লেখা বইগুলোর মধ্যে ১২০টি আমাদের পাঠাগারে রয়েছে।’ 

সমাজসেবক পরিমল রায় বলেন, ‘কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের এই বইমেলা আমাদের পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাইব আগামীতেও যেন তিনি এ ধরনের বইমেলার আয়োজন করেন।’ 

লেখক অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামীণ এলাকার পাঠক সৃষ্টির লক্ষ্যেই আমি এই মেলার আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরে এই এলাকায় বইমেলার আয়োজন করার ইচ্ছা রয়েছে।’ 

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন