হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় পুলিশের ওপর হামলা, ৪ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া থানা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার রাতে উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিকেলে উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদসহ তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার ছয় দিন পর মামলা দায়ের করা হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিকেলে উপজেলার ভাঙ্গারহাট এলাকায় সনাতনী সম্প্রদায়ের কয়েক শ বিক্ষুব্ধ লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় আমরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ তিন পুলিশ সদস্য আহত হই। এ ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।’

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ