হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা কারাগারের তারেক বাইন (৬০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরন বাইনের ছেলে তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানার মামলা হয়। দা কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ভারতীয় নাগরিক তারেক বাইনতে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিকে তিনি মারা যান। 

হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গতকাল রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তারেক বাইন নামে ভারতীয় নাগরিক এক হাজতি হাইপারটেনশন নিয়ে জরুরি বিভাগে আসে। পরে তাঁকে ভর্তি করে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়। জেল সুপারের উপস্থিতিতে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। কারণ তিনি একজন বিদেশি নাগরিক। রাষ্ট্রীয় বিধি মোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে। 

জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে বিগত ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। ওই বন্দী গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাঁকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’ 

ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানায় পুলিশ। 

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ