হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় শ্রমিক দল নেতার মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গাউস শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বালাডাঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গাউস শেখ (৫৫) টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এম জিলানীর ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে ২৯ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ৪০-৫০ জনকে। 

মামলার বিবরণীতে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিজ বাড়িতে অতিথিদের সঙ্গে খাওয়াদাওয়ার কর্মসূচি ছিল। বিকেল ৪টায় তাঁর গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা করে। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান। 

মামলায় আরও উল্লেখ করা হয়, ওই ঘটনার জের ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিলানীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করে। এ ছাড়া মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করে দেয়। পরে বিএনপি নেতা জাহিদুল ইসলামসহ বাড়িতে থাকা অনেককে এলোপাতাড়ি মারধর করে জখম করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন