হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ভোলানাথ দাস হত্যাকাণ্ডের ঘটনায় গণপতি মণ্ডল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ ছাড়া মামলার অপর ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গণপতি মণ্ডল গোপালগঞ্জর মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের মৃত লক্ষণ মণ্ডলের ছেলে। 

এ মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, দিনেশ মণ্ডল, রনজন মণ্ডল, বিমল মণ্ডল, চিন্ময় মণ্ডল, দীপক বিশ্বাস, যুগল বিশ্বাস, দীপক মণ্ডল, সমর রায়, বিষ্ণু রায়, সমর বিশ্বাস, পলাশ মণ্ডল, দুলাল মণ্ডল, বিপ্লব রায় ও কমলেশ ঘোষ। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৫ জুন মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মণ্ডল ও তার ২৫ জন সহযোগী। পরে আহতাবস্থায় তাঁকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস একটি মামলা দায়ের করলে দীর্ঘ শুনানির পর আদালত গণপতি মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর ১৪ আসামিকে খালাস দেন। রায় ঘোষণার সময় সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

মামলায় বাদী পক্ষের এপিপি অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন। 

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি