হোম > সারা দেশ > গোপালগঞ্জ

দুই ঘণ্টা পর রাজবাড়ীতে ব্লকেড তুলেছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা

রাজবাড়ী প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সড়কে বিক্ষোভ। আজ বুধবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে দুই ঘণ্টা বিক্ষোভের পর রাজবাড়ীতে ‘ব্লকেট কর্মসূচি’ তুলে নিয়েছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। আজ বুধবার বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এর ফলে ঢাকাগামী ও খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট দেখা দেয়।

এ সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এনসিপির নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী শাখার আহ্বায়ক মীর মাহামুদ সুজন বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা হয়েছে। এরই প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছি।’

মীর মাহামুদ সুজন আরও বলেন, ‘দুই ঘণ্টা পর কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় আমরা ব্লকেড তুলে নিয়েছি।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ