হোম > সারা দেশ > গোপালগঞ্জ

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ২ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়ায় ও রোববার রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের বহনকারী ভ্যানটি রাস্তার মাঝখানে চলে আসে। এ সময় দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার হানসোল গ্রামের শামসুল ইসলামের ছেলে। 

অপরদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে ড্যাম্প ট্রাকের চাপায় শাজাহান মুন্সী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, নিহত শাজাহান মুন্সী ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মুকসুদপুরের গেড়াখোলা বাসস্ট্যান্ডে নেমে মহাসড়ক পার হতে গেলে একটি ড্যাম্প ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। নিহত শাজাহান মুন্সী মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের ইনতাজ মুন্সীর ছেলে। 

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি