হোম > সারা দেশ > গোপালগঞ্জ

চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে এসে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। ১৩ মার্চ (রোববার) কালো রঙের একটি পালসার গাড়ি নিয়ে বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হন তিনি। 

নিখোঁজ যুবক নির্মল মণ্ডল (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের রাখিলাবাড়ি গ্রামের নন্দিনী কান্ত মণ্ডলের ছেলে। 

নিখোঁজ যুবকের বড় ভাই বাসুদেব মণ্ডল জানান, ১৩ তারিখ টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে একটি কালো রঙের পালসার গাড়ি নিয়ে রওনা হন নির্মল। পরে ১৬ মার্চ রাত সাড়ে ১১টায় সর্বশেষ কথা হলে নির্মল জানান ঢাকার মিরপুরে রয়েছেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় আর কোনো যোগাযোগ হয়নি। 

বাসুদেব মণ্ডল আরও বলেন, অনেক খোঁজাখুঁজির পর নির্মলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খুব ভেঙে পড়েছেন। তাই কোনো সহৃদয়বান ব্যক্তি নির্মল মণ্ডলকে দেখে থাকলে ০১৭৬৪-৫৩৭৭৩৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন, যেহেতু ওই যুবক ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয়েছেন, তাই তাঁদের সেখানে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। 

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন