হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সংবাদ প্রকাশের পর টুঙ্গিপাড়ায় নদীভাঙন রোধে কাজ শুরু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

টুঙ্গিপাড়ায় শৈলদহ নদী ভাঙন রোধে কাজ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদহ নদীতে সড়ক ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ১০ গ্রামের মানুষ। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। গত ৩০ এপ্রিল সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চিতলিয়া এলাকায় সড়কে ফাটল দেখা দেয়। দুপুরে ফাটল ধরা অংশটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে।

নদীভাঙন ও জনদুর্ভোগ নিয়ে ‘আজকের পত্রিকা’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত উদ্যোগ নেয়। গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষাকাজ শুরু করে পাউবো। কাজের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া ইউএনও। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ার পর ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অস্থায়ী প্রতিরক্ষাকাজ শুরু করা হয়েছে।’

টুঙ্গিপাড়া ইউএনও মঈনুল হক বলেন, ‘আজকের পত্রিকাসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাউবো দ্রুত প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়ে প্রতিবেদন পাঠায়। জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে ৭৬ মিটার এলাকায় ১৭৫ কেজি বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৯৪টি জিও ব্যাগ ফেলে কাজ শুরু হয়েছে। আশা করছি, ভাঙন রোধে এটা কার্যকর হবে।’

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ