হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধি, গোপালগঞ্জ 

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫টি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহতদের মধ্যে শাহ নেওয়াজ খান (৩৫) মোর্শেদ ফকির ((৪৫) ও রবিউল খানের (৩০) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকার আধিপত্য নিয়ে ঠান্ডু শেখ ও সুজন মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে সুজন শেখের সমর্থক দাউদ আলী মোল্লাকে প্রতিপক্ষের জিন্নাত আলী বাটু খাঁ মারপিট করে। বিকেল ৩টার দিকে ঠান্ডু শেখের সমর্থককে সুজন শেখের লোকজন মারধর করে। এ নিয়ে দু’ পক্ষের লোকজন ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি