গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬) রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি খোরশেদ আরও বলেন, শামছুল হক গোপালগঞ্জ সদর থানায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার এজাহার নামীয়সহ একাধিক মামলার আসামি। আগামীকাল (শনিবার) তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।