হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক স্কুলছাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে যাওয়ার পর থেকে সে কিছুই খায়নি। প্রেমিক তাকে বিয়ে না করলে সেখানেই আত্মহত্যার হুমকি দিয়েছে সে।

ওই ছাত্রীর অভিযোগ, উপজেলার টুপুরিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (২৫) দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। এ সময় ইব্রাহিম মোল্লা বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

এদিকে সম্প্রতি ইব্রাহিম মোল্লার পরিবার তাঁর বিয়ের জন্য অন্যত্র পাত্রী দেখে। এ খবর পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ওই স্কুলছাত্রী বাড়িতে ওঠার পর ইব্রাহিম মোল্লা ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার চাচা সিদ্দিক মোল্লার ঘরে অবস্থান করছে।

ওই স্কুলছাত্রী বলে, ‘ইব্রাহিম মোল্লা আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।’

ইব্রাহিম মোল্লার চাচি রাজিয়া বেগম বলেন, ‘মেয়েটি আজ দুই দিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই দুই দিনে সে কিছুই খায়নি। আমরা তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। এভাবে সে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান।’

ওই ছাত্রীর বাবা বলেন, ‘ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে, তাতে সমাজে আমার মুখ দেখানোর অবস্থা নেই। আমি চাই, ইব্রাহিম মোল্লা আমার মেয়েকে বিয়ে করুক। আর সে বিয়ে না করলে আমি আইনের আশ্রয় নেব।’

ইব্রাহিম ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোকছেদ আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিয়ে সামাজিকভাবে এটি সমাধানের চেষ্টা করব।’

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির