হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উত্তরায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরার বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়ক আজ বুধবার বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে আজ বুধবার বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

অবরোধ কর্মসূচি চলাকালে ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

তাঁরা বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা করেছে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও তার দোসরেরা। হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে। এর প্রতিবাদে উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে।

উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, অবরোধের কারণে বোর্ডবাজার থেকে উত্তরা এবং বিশ্বরোড থেকে উত্তরার সড়ক পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল করতে শুরু করে।

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে