হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মেম্বার প্রার্থীর বিরুদ্ধে স্বামী থাকতেও নিগৃহীতা হিসেবে ভাতা নেওয়ার অভিযোগ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধনা রানী বিশ্বাস নামের ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে স্বামী থাকতেও নিগৃহীতা হিসেবে ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। গত বছর থেকে স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা নিচ্ছেন তিনি। সাধনা রানী বিশ্বাস পাটগাতী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। 

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে সাধনা রানী বিশ্বাস স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা গ্রহণ করছেন। তাঁর ভাতার কার্ড নম্বর ৬৭৮। 

নাম প্রকাশ না করার শর্তে বালাডাঙ্গা গ্রামের একাধিক ব্যক্তি বলেন, সাধনা রানী বিশ্বাস ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে এক সঙ্গে সংসার করে আসছেন। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁরা স্বামী-স্ত্রী মিলে বালাডাঙ্গা গ্রামে তাঁদের বাড়ির সামনে একটি দোকান দিয়েছেন। সেই দোকাদেরতার স্বামী সুশেন দরজির কাজ ও সাধনা রানী মুদি দোকান পরিচালনা করেন। কিন্তু স্বামী থাকার পরেও স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা রানী কীভাবে ভাতা পান সেটাই আমরা বুঝি না। সাধনার পারিবারিক অবস্থা খুবই ভালো থাকা সত্ত্বেও তিনি ভাতা পান। কিন্তু এলাকায় অনেক দরিদ্র ও স্বামী পরিত্যক্ত নারীরা আছেন যারা ভাতা পায় না। তাই সাধনার বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে সাধনা রানী বিশ্বাস কোনো কথা বলতে চাননি। তবে তাঁর স্বামী সুষেন বিশ্বাস বলেন, আমরা বেশ কিছুদিন এক সঙ্গে ছিলাম না। তাই হয়তো স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা ভাতা করেছেন। কিন্তু আমি জানার পর সাধনাকে দিয়ে সমাজসেবা কার্যালয়ে ভাতা বন্ধ করার জন্য আবেদন করেছি।

টুঙ্গিপাড়া সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় আজকের পত্রিকাকে বলেন, ভাতা করার সময় যদি কেউ সত্য গোপন করে তাহলে আমাদের যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ থাকে না। কারণ সেগুলো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কার্যালয়ে জমা হয়। তবে সাধনার ভাতা বন্ধ করার জন্য এরই মধ্যে আবেদন করা হয়েছে। শিগগিরই তাঁর ভাতা বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ