গোপালগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাটলা গ্রামের আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (১৮) ও দুর্গাপুর ইউনিয়নের খাটিয়া গড় গ্রামের নূরুল হক সিকদারের ছেলে নিয়ামুল হক সিকদার (৩০)। তাঁরা সম্পর্কে শালা-দুলাভাই।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, মোস্তাইন তাঁর দুলাভাইকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি মাটলা গ্রামে ফিরছিল। পথে বিজয়পাশা এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে শালা-দুলাভাই ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।