হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ছাত্রলীগ নেতাকে পরীক্ষা দিতে বাধা, বশেমুরবিপ্রবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষা দিতে বাধা দেওয়ার জেরে হামলার ঘটনা ঘটে। ছবি: স্ক্রিনশট

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।

হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন