হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ভুক্তভোগীদের অভিযোগ খণ্ডনে চিকিৎসকদের সংবাদ সম্মেলন, শেষ হলো হট্টগোলে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকদের ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের জনবল, যন্ত্রপাতি ও ওষুধের স্বল্পতা এবং ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী ভর্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে উত্থাপিত ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন। 

এ সময় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেট সম্পর্ক সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ডা. অসিত কুমার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। 

গণমাধ্যমকর্মীরা হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহম্মেদের কাছে কিছু অভিযোগের বিষয়ে জানতে চান। তিনিও বিষয়টি এড়িয়ে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়। 

গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্যের প্রধান অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। 

পরে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে সাংবাদিকেরা শান্ত হন। 

সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পরিচালক ডা. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ