হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বেনজীরের সাভানা পার্ক থেকে ১০ দিনে আয় সাড়ে ৭ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর থেকে ১০ দিনে ৭ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা আয় হয়েছে।

এই অর্থ সরকারি কোষাগারে জমা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত তদারকি কমিটির সদস্যরা। গত ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ ও রাইড এবং অন্যান্য ফি, গাছের আম, ধান ও কাশবন বিক্রি করে এই অর্থ আয় হয়।

দুদকের গোপালগঞ্জের উপপরিচালক ও তদারকি কমিটির সদস্যসচিব মো. মশিউর রহমান আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ জুন থেকে রিসিভারদের ব্যবস্থাপনায় ও তদারকি কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক চালু করা হয়। চালুর দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ ফি, রাইড ফিসহ অন্যান্য খাতে আয় হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া পার্কের কাশবন বিক্রি করে ২০ হাজার টাকা, গাছের আম বিক্রি করে আয় হয়েছে ৪৮ হাজার ২১৬ টাকা এবং ধান বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭২০ টাকা। মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৩০ টাকা আয় হয়েছে ১০ দিনে। পার্ক পরিচালনায় ব্যয় হয়েছে ৬৯ হাজার ৪৩৭ টাকা। পার্কের নিট আয় ৬ লাখ ৮৭ হাজার ৪২৯ টাকা। আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় খোলা ব্যাংক হিসাবে জমা করা হবে।

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন