হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বেনজীরের সাভানা পার্ক থেকে ১০ দিনে আয় সাড়ে ৭ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর থেকে ১০ দিনে ৭ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা আয় হয়েছে।

এই অর্থ সরকারি কোষাগারে জমা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত তদারকি কমিটির সদস্যরা। গত ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ ও রাইড এবং অন্যান্য ফি, গাছের আম, ধান ও কাশবন বিক্রি করে এই অর্থ আয় হয়।

দুদকের গোপালগঞ্জের উপপরিচালক ও তদারকি কমিটির সদস্যসচিব মো. মশিউর রহমান আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ জুন থেকে রিসিভারদের ব্যবস্থাপনায় ও তদারকি কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক চালু করা হয়। চালুর দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ ফি, রাইড ফিসহ অন্যান্য খাতে আয় হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া পার্কের কাশবন বিক্রি করে ২০ হাজার টাকা, গাছের আম বিক্রি করে আয় হয়েছে ৪৮ হাজার ২১৬ টাকা এবং ধান বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭২০ টাকা। মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৩০ টাকা আয় হয়েছে ১০ দিনে। পার্ক পরিচালনায় ব্যয় হয়েছে ৬৯ হাজার ৪৩৭ টাকা। পার্কের নিট আয় ৬ লাখ ৮৭ হাজার ৪২৯ টাকা। আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় খোলা ব্যাংক হিসাবে জমা করা হবে।

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ