হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাকে অব্যাহতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

সোহান মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহান মোল্লাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড করার জন্য যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকে যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লার সঙ্গে সাংগঠনিক কোনো কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে সোমবার ভোরে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০২টি ইয়াবাসহ সোহান মোল্লাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ছবি: সংগৃহীত

ঘটনার দিন বিকেলে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে ছাত্রদল নেতা সোহানকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কারণে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ