গোপালগঞ্জে হাত-পা ও মুখসহ সারা দেহে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানি সড়কের আগারিয়া ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া।
ওসি আবু বকন জানান, সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানি সড়কের আগারিয়া ব্রিজের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, ‘মরদেহটির হাত-পা ও মুখসহ সারা দেহ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’