হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। গতকাল রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আজ সোমবার ভোরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন গোপালগঞ্জ সদরের ছোটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু তাঁদের গ্রামের বাড়ি সদর উপজেলার ছোটফার দিকে ফিরছিলেন। তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে।

আরিফুল হক বলেন, এ সময় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় আহত হয়ে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হন। গুরুতর আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে ঢাকায় দুজনের মৃত্যু হয়।

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি