হোম > সারা দেশ > গোপালগঞ্জ

অবৈধ পথে ইতালি যাওয়ার পথে হিট স্ট্রোকে গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু

প্রতিনিধি, গোপালগঞ্জ 

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হিট স্ট্রোক আফজাল মৃধা ও সজীব মুনশি নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দালাল ও তাদের সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।

হিট স্ট্রোক মৃতদের মধ্যে একজন আফজাল মৃধা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের কৃষক একরাম মৃধার ছেলে। সজীব মুনশি একই উপজেলার রাগদী ইউনিয়নের ফজলু মুনশির ছেলে।

আফজালের ভাই আজিজুল মৃধা আজকের পত্রিকাকে বলেন, মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের দুই সদস্য ইতালিপ্রবাসী ইলিয়াস ফকির ও তাঁর ভাই দুলাল ফকির ইতালি যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে দু’দফায় প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গত ২০ রমজান তাঁদের সহায়তায় লিবিয়ায় যায় আফজাল। পরে সেখান থেকে নৌকা যোগে ইতালি যাওয়ার পথে লিবিয়া পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৩২ দিন জেল খেটে বের হন আফজাল। এরপর সে ফের ওই দালাল চক্রের সাহায্যে ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। মাঝপথে ট্রলারটি নষ্ট হলে প্রচণ্ড রোদে হিট স্ট্রোক মারা যায় আফজাল মৃধাসহ আরও পাঁচজন। লিবিয়া পুলিশ আফজালের মরদেহ উদ্ধার করে ত্রিপোলির একটি হাসপাতালের মর্গে রেখেছে বলে জানতে পেরেছি।

সজীব মুনশির মা শাহানা বেগম বলেন, আমরা ছেলের সঙ্গে গত ১৮ জুলাই শেষ কথা হয়েছে। তারপর আর কথা হয়নি। ইতালি পৌঁছে দিতে শাহিন সরদার আমাদের কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী