হোম > সারা দেশ > গোপালগঞ্জ

‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যু, চিকিৎসক–স্বামী–শাশুড়িসহ আসামি ৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রসূতি আফরোজা বেগম (২০) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আফরোজার মা বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে হত্যা মামলা করেছেন। মামলায় আফরোজার স্বামী, শাশুড়িসহ এক চিকিৎসকসহ পাঁচজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ন খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসূতি আফরোজা বেগমের মৃত্যুর অভিযোগ ওঠে। আফরোজা বেগম উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী। 

এদিকে আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হাসপাতালটির লাইসেন্স না থাকায় তা সিলগালা করে দেন। 

এ ঘটনায় আজ শুক্রবার আফরোজা বেগমের মা মনিকা বেগম বাদী হয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মণ্ডল, ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. জাহিদ হোসেন রিন্টু, আফরোজা বেগমের স্বামী জাহিদ খান, শাশুড়ি রানু বেগম, দেবর শামিম খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। 

আফরোজা বেগমের মা মনিকা বেগম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের না জানিয়ে আফরোজাকে তাঁর স্বামীসহ পরিবারের লোকজন অবৈধ এই হাসপাতালে নিয়ে যায়। তাঁর মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের পাশাপাশি শ্বশুরবাড়ি লোকজন দায়ী। 

মামলা তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন, প্রসূতি আফরোজা বেগমের মৃত্যুর ঘটনায় দুজন চিকিৎসকসহ পাঁচজনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় আমরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রভাষ মণ্ডল, প্রসূতি আফরোজা বেগমের স্বামী জাহিদ খান ও শাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয় বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রসূতি আফরোজা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন