হোম > সারা দেশ > গোপালগঞ্জ

খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে: সাকিব আল হাসান

গোপালগঞ্জ প্রতিনিধি

খেলা এবং রাজনীতি একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করবে বলে মনে করেন ক্রিকেটার ও সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ধরনের মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘খেলা ও রাজনীতি একসঙ্গে খুব বেশি কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে বলে আমি মনে করি। মাঠে ভালো পারফরম্যান্স করতে থাকলে কাজের দিকেও ভালো পারফরম্যান্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে। এতে গ্রহণযোগ্যতা আরও ভালো থাকবে। এটাতে হয়তো আমি আরও ভালো কাজ করার সুযোগ পাব এবং মানুষের জন্য কাজও করতে পারব।’ 

সাকিব বলেন, ‘আমার ক্রিকেট নিয়ে তো পরিকল্পনা ছোটকাল থেকেই ছিল, এখনো আছে এবং থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে। প্রথমত, যদি জয়ী হতে পারি, মাগুরাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করব।’ 

তিনি আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো ভুল কথা বলেনি, তারা ঠিক কথা বলেছে যে ক্রিকেটের মাঠে পুরাতন হলেও রাজনীতির মাঠে আমি নতুন। তাদের কথায় তো কোনো ভুল নেই! চেষ্টা করব নতুন এলেও যেন ভালো পারফরম্যান্স দেখাতে পারি রাজনীতির মাঠে। আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে ইনশা আল্লাহ আরও ভালো করতে পারব।’ 
 
আজ সকালে প্রতীক বরাদ্দ পেয়ে তিনি রওনা হন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে। দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন