হোম > সারা দেশ > গাজীপুর

পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্কুলছাত্ররা হলো আহসান মাহিন (১৫) ও মুন্না (১৩)। আহসান মাহিন গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় শাইনিং স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। মুন্না গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন নীলের পাড়া এলাকার সোহেলের ছেলে। সে নীলের পাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

টঙ্গী ফায়ার স্টেশনের লিডার মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শনিবার বিকেলে মাহিন তার দুই সহপাঠীকে নিয়ে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মীরেরগাঁও এলাকার কারখানা বাজার রেল ব্রিজে বেড়াতে যায়। সেখানে ব্রিজে উঠে সেলফি তোলার সময় তুরাগ নদে পড়ে যায় সে। এ সময় মাহিন পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। পরে তার সহপাঠীরা ডাক চিৎকার শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তল্লাশি চালায়। দীর্ঘ সময় তল্লাশির করেও মাহিনের সন্ধান না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে দেড় শ গজ দূরে দক্ষিণে প্রায় ৩০ ফুট গভীরে পানির নিচ থেকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় কাউন্সিলর ও স্বজনেরা মরদেহ নিয়ে যায়।

গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে মুন্না সহপাঠীদের নিয়ে পুবাইল মেট্রো থানাধীন ইছালি বিলে গোসল করতে যায়। গোসলের সময় অন্যদের দেখাদেখি মুন্নাও ইছালি ব্রিজ থেকে লাফ দিয়ে বিলের পানিতে নামে। কিন্তু সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় তার সহপাঠীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা পানিতে নেমে ‍মৃত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে। খবর পেয়ে তার স্বজনেরা এসে মরদেহ নিয়ে যায়।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ