হোম > সারা দেশ > গাজীপুর

সাপ তাড়ানোর বিষ খেয়ে শিশুর মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাঈম নামের এক শিশুর সাপ (আড়াই বছর) তাড়ানোর বিষ খেয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিংহশ্রী ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাঈম ইসলাম পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ভিটিপাড়া গ্রামের নাঈম ইসলামের ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে থানার উপপরিদর্শক এসআই নাইমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালের দিকে শোয়ার ঘরের কোনায় রাখা সাপ তাড়ানোর বিষ মুখে দেয় সাঈম। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে দুপুরের দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানো পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়ে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই নাইমুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী কাপাসিয়া থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই