হোম > সারা দেশ > গাজীপুর

সাপ তাড়ানোর বিষ খেয়ে শিশুর মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাঈম নামের এক শিশুর সাপ (আড়াই বছর) তাড়ানোর বিষ খেয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিংহশ্রী ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাঈম ইসলাম পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ভিটিপাড়া গ্রামের নাঈম ইসলামের ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে থানার উপপরিদর্শক এসআই নাইমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালের দিকে শোয়ার ঘরের কোনায় রাখা সাপ তাড়ানোর বিষ মুখে দেয় সাঈম। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে দুপুরের দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানো পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়ে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই নাইমুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী কাপাসিয়া থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ