হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কমলা পুকুরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম শরিফ হোসেন (৩০)। উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আছর উদ্দিনের ছেলে। 

নিহতের স্বজনদের বরাতে দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, শরীফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা সকালে মাইজপাড়া (কমলা পুকুরপাড়া) এলাকায় ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদ্যরা এসে লাশ শনাক্ত করে। 

রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান, দেহ থেকে ১০০ গজ দূরে ওই যুবকের মাথা পড়েছিল। একটি হাত বিচ্ছিন্ন থাকলেও সেই হাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রেল লাইন পাড় হতে গিয়ে কোনো ট্রেনর নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর স্টেশন মাস্টার শামীমা আক্তারের মাধ্যমে যুবকের খণ্ডিত লাশ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ