হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার এ সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২ / ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রটি অবস্থিত। এর ভেতরে আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

উপকেন্দ্রের কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেভি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেভি বোল্টের ৫টি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে বিকল্প উপায়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। আনন্দ কুমার ঘোষ আরও জানান, এখনো যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অপ বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২ / ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 
তিনি আরও জানান, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু