হোম > সারা দেশ > গাজীপুর

নামাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল রোববার দিবাগত রাতে শবে বরাতের নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।  

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম হোসেন আলী (২২)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘রোববার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা শবে বরাতের নামাজ পড়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে পাওনা টাকা আদায় করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ