মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত (২৫) এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যার দিকে পাঁচ্চর তেলের পাম্পের সামনের এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন ওই নারী। হঠাৎ ঢাকাগামী একটি প্রাইভেট কার তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
মাজহারুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারীকে পাঁচ্চর এলাকায় অপ্রকৃতিস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যেত। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়। মরদেহটি সড়কে পড়ে ছিল। পরে পুলিশ এসে উদ্ধার করে।’
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী আজকের পত্রিকাকে, ‘গাড়ি চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে তাঁর পরিচয় কেউ জানেন না। আমরা পরিচয় নিশ্চিত হ্ওয়ার চেষ্টা করছি। তাঁর পোশাক-পরিচ্ছেদে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।’