হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভার থেকে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। 

গ্রেপ্তারকৃতরা হলেন শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। তাঁদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
 
পুলিশ বলছে, গত ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামী ব্যাংকের বিপণন কর্মকর্তা হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ২৫ লাখ টাকা নিয়ে সাভার থেকে হেমায়েতপুর শাখায় যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন। 
 
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে জানান, মামলা দায়েরের পর গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরও দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। 
 
এ দিকে আজ সকালে সাভার থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাভার একটি শিল্পাঞ্চল এলাকা। এই এলাকায় সব সময়ই বড় ধরনের লেনদেন হয়। তাই বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে সবাইকে বরাবরই পুলিশি সহায়তা নেওয়ার কথা বলা হয়। জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে অথবা সরাসরি থানায় যোগাযোগ করেও যে কেউ এই সেবা নিতে পারবেন।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার