হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভার থেকে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। 

গ্রেপ্তারকৃতরা হলেন শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। তাঁদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
 
পুলিশ বলছে, গত ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামী ব্যাংকের বিপণন কর্মকর্তা হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ২৫ লাখ টাকা নিয়ে সাভার থেকে হেমায়েতপুর শাখায় যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন। 
 
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে জানান, মামলা দায়েরের পর গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরও দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। 
 
এ দিকে আজ সকালে সাভার থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাভার একটি শিল্পাঞ্চল এলাকা। এই এলাকায় সব সময়ই বড় ধরনের লেনদেন হয়। তাই বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে সবাইকে বরাবরই পুলিশি সহায়তা নেওয়ার কথা বলা হয়। জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে অথবা সরাসরি থানায় যোগাযোগ করেও যে কেউ এই সেবা নিতে পারবেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন