হোম > সারা দেশ > ঢাকা

বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাই: গোলাম পরওয়ার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জামায়াতের সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন—এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে।’ আজ শুক্রবার সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে যতটুকু যৌক্তিক সময় দরকার, অন্তর্বর্তী সরকার সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়।’

রাজবাড়ীতে জামায়াতের সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

সাবেক এই এমপি বলেন, ‘অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক ইউনূস যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি জাতীয় নির্বাচন দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু গত ছয়-সাত মাসে আমরা লক্ষ্য করেছি, সেই নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ফন্দিফিকির করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে এই সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আধিপত্যবাদী শক্তির কোলে বসে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে অরাজকতা-অস্থিরতা তৈরির চক্রান্ত করছেন।’

জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না