হোম > সারা দেশ > ঢাকা

‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন হাইওয়ে পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেবার মান উন্নয়ন, কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করেছে হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় মহাসড়ক ব্যবস্থাকে আগামী ২০৪১ সালে বিশ্বের উন্নত রাষ্ট্রের মহাসড়কের পর্যায়ে নিয়ে যেতে হবে। পেশাদারির সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবল আন্তরিক ও পেশাদারির মাধ্যমে হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক দমনসহ মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ।

তিনি বলেন, সেবার মান উন্নয়ন, কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে। এর সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা যাবে।

শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দ্রুত সহায়তা দিতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ আগেই চালু করা হয়েছিল। হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সকল যাত্রীসাধারণ মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে মহাসড়কে কেউ বিপদে পড়লে জানানোর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশের যেকোনো ইউনিট সেবা দিতে পৌঁছে যাবেন। কিন্তু সারা দেশে জাতীয় আন্তর্জাতিক মহাসড়ক রয়েছে ২২ হাজার কিলোমিটার। এর মধ্যে মাত্র ২ হাজার ২৯১ কিলোমিটার হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণাধীন আছে।

প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ-২০২৪ ’। ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই স্লোগানে ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়ে সেবা সপ্তাহ চলবে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট