নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সদরঘাটে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের লঞ্চে আগুন লেগেছে। লঞ্চ টার্মিনালের মসজিদের পাশে সকাল ৯টা ৫২ মিনিটের দিকে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এখনো আগুনের কারণ জানা যায়নি।