হোম > সারা দেশ > ঢাকা

জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দরকার রাজনীতির পরিবর্তন: রুমিন ফারহানা

আজকের পত্রিকা ডেস্ক­

রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

রাজনীতির পরিবর্তন না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান-গণতান্ত্রিক রাষ্ট্র: নাগরিক বিতর্ক’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ।

রুমিন ফারহানা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দরকার রাজনীতির পরিবর্তন। রাজনীতির পরিবর্তন না হলে শুধু সরকার পতনের মধ্য দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। রাজনীতি যদি ঠিক না হয়, তাহলে একটা নির্বাচন, একটা শাসন পরিবর্তন কখনো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না। আর এই রাজনীতি পরিবর্তনের দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, এখানে জনগণের দায়বদ্ধতা রয়েছে। তাই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন হওয়ার কতটুকু স্বাধীনতা দেবেন, সেটা আপনারাই নির্ধারণ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য সুষ্ঠু ধারার রাজনীতির জন্য জনগণকে এটার পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে, ১৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যায়। এই ঘটনা জেনে এত ঘৃণা লেগেছে। মানুষ এতটা লোভী হতে পারে। কতটা লোভী মানুষের কাছে আমরা আমাদের রাজনীতি নিয়ে গেছি, ভাবতে অবাক লাগছে। এই রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে।

জুলাই আন্দোলন নিয়ে এই আইনজীবী বলেন, ২০১৮ সালে একটা গ্রাফিতি ছিল দেয়ালে দেয়ালে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তাই জুলাইয়ের এই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়, এটা অনেক আগে থেকে সমাজের একটা অংশ ফ্যাসিবাদের টপ টু বটম পর্যন্ত পরিবর্তন চেয়েছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তন চেয়েছে। তাই এটা শুধু দেড় মাসের আন্দোলন বলা যাবে না।

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর বলেন, ‘শেখ হাসিনা যত দিন ছিলেন আমাদের মাঝে ইউনিটি ছিল। কিন্তু এখন আমাদের মাঝে মতানৈক্য দেখা যাচ্ছে। আমাদের বহুক্ষেত্রে হয়তো একমত হওয়া যাবে না। এই মতানৈক্যের কারণে একটা দেশকে পিছিয়ে ফেলা যাবে না। ফ্যাসিবাদী বিরোধী সবাই মিলে একপক্ষ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’

সভায় উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিন রানা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট দরকার। সে জন্য এমন একটি সংবিধান তৈরি করতে হবে। যেটি মানুষের হৃদয়ে থাকবে। মানুষের আশা-ভরসার স্থান হয়ে থাকবে। বাংলাদেশের নাম থেকে গণপ্রজাতন্ত্রীর মধ্যে প্রজাতন্ত্র বাদ দিতে হবে। প্রজা একটু অবজ্ঞাবাচক শব্দ। প্রজা হওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাইফুল হক, আবু সাঈদ খান প্রমুখ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরী।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি