ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের পৌর ভবনের সামনে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ জেলার পসরা থানার রইজ ইসলামের ছেলে ছাদ্দাম (২২) ও সিরাজুল ইসলামের ছেলে খাইরুল। ছাদ্দাম পিকআপচালক এবং খাইরুল চালকের সহকারী ছিলেন।
জানা যায়, আমভর্তি একটি পিকআপ মাদারীপুরের দিকে এবং সোনার বাংলা যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। পরে রাজৈর পৌর ভবনের সামনে এলে মুখোমুখি বাহন দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী মারা যান। তবে এ ঘটনার পর সোনার বাংলা বাসটি পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
মস্তাপুর হাইওয়ে থানার এসআই মো. রুহুল আমিন জানান, বাসটি জব্দ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।