রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত তরুণের বয়স ২৫ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে ডেমরার শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
কাকন মিয়া বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ওই তরুণ নির্মাণাধীন ভবনটিতে চুরি করতে গিয়েছিলেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর পরনে ছিল কালো গেঞ্জি আর জিনস। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।’