হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে ধর্ষণের পর হত্যা: হাইকোর্টে খালাস পাওয়া ২ আসামির আপিলে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছিলেন। আজ বুধবার সেই রায় বাতিল করে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ অক্টোবর বাড়ির পাশের বাগান থেকে ওই শিশুর ক্ষত–বিক্ষত মরদেহ পাওয়া যায়। পিরোজপুর সদর হাসপাতালে ময়নাতদন্তে দেখা যায়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তদন্তে শিশুটির মামাতো ভাই মেহেদী হাসান স্বপনের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে মেহেদী ও তাঁর সহযোগী সুমন জমাদ্দারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাঁরা ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দীও দেন। 

বিচার শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি পিরোজপুরের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মো. গোলাম কিবরিয়া দুজনকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স (মৃত্যুর পরোয়ানা) পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি আসামিরা আপিল করেন। ২০২১ সালের ৩০ জুন হাইকোর্ট আসামিদের খালাস দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা ও মোহাম্মদ শিশির মনির।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার