হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে কাল কালো ব্যাজ ধারণ করবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে নেমেছিল শিক্ষার্থীরা। আজ ব্যঙ্গচিত্র প্রদর্শন ও মানববন্ধন করেছে তারা। প্রায় ৪০ মিনিট ধরে তারা মানববন্ধন কর্মসূচি শেষ করে সোমবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কাল সড়কে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করবে শিক্ষার্থীরা। 

আজ রোববার দুপুরে রামপুরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ব্যঙ্গচিত্র প্রদর্শন শেষে নতুন এই কর্মসূচি দিয়েছেন। 

আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে সড়ক দুর্ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের জন্য শোক প্রকাশ করবে। একই সঙ্গে সবাই কালো কাপড় দিয়ে মুখ বেঁধে আসবে। 

এ সময় আন্দোলনে নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া জানায়, `গতকাল গ্রিন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটছে, শিক্ষার্থী মারা যাচ্ছে। এ ব্যাপারে সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। যত দিন পর্যন্ত নিরাপদ সড়ক না ফিরবে, তত দিন পর্যন্ত কর্মসূচি চলবে। নিরাপদ সড়কের দাবিতে আমাদের ১১ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি। গতকাল আমরা লাল কার্ড প্রদর্শন করে সড়কের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আজ কর্মসূচিতে কিছুটা ভিন্নতা এনে মানুষকে সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার জন্য আমরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।' 

তবে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের বাধা দেয়নি। শিক্ষার্থীরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার আরেক পাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মানববন্ধনের কারণে সড়কে আজ কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজট দেখা যায়নি। 

এদিকে রামপুরার শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে পরিবহন ও সড়কে নানা ধরনের অনিয়মের ব্যঙ্গচিত্র দেখানো হয়, প্রশাসন এবং বাসমালিক একই পক্ষ, গণপরিবহনে নারীদের হয়রানি, জাতির ভবিষ্যৎ মরলে কে গড়বে সোনার বাংলা, সড়কে দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় প্রাণ যাচ্ছে মানুষের, বাস মালিকেরা সরকারের গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সড়ক দুর্ঘটনার বিচার চাইলে পুলিশের ভূমিকাসহ এ রকম নানা বিষয় ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে