রাজধানীর খিলক্ষেতে একটি বাসার ছাদে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মো. গালিফ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কুড়িল চৌরাস্তা থেকে শনিবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ রোববার সন্ধ্যায় এ তথ্য জানায় র্যাব।
গত ২২ ফেব্রুয়ারি খিলক্ষেতের টানাপাড়ার একটি পাঁচতলা বাড়ির ছাদে ওই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে।
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগী ওই তরুণী একটি কারখানায় কাজের সময় মিরাজের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে সৃষ্ট বিবাদ মীমাংসার কথা বলে গত ২২ ফেব্রুয়ারি ওই তরুণীকে খিলক্ষেতের রাজউক মার্কেটের সামনে ডেকে নেওয়া হয়। সেখান থেকে তানভীর ও গালিফ নামের দুজন তাঁকে জোর করে একটি রিকশায় তুলে তানভীরের টানপাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ওই দুজন তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারীর বোন খিলক্ষেত থানায় একটি মামলা করেন। ওই মামলায় গালিফকে গ্রেপ্তার করা হয়।