হোম > সারা দেশ > ঢাকা

ব্যাংকের ওয়াশরুমের জানালা ভেঙে ১৫ লাখ টাকা চুরি করেন নিরাপত্তাকর্মীসহ তিনজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি