হোম > সারা দেশ > ঢাকা

সমাজ থেকে বৈষম্য দূর করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই: সালাহউদ্দিন আইউবী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

কাপাসিয়ায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সালাহউদ্দিন আইউবী। ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গাজীপুর মহানগর কর্মপরিষদের সদস্য ও মেট্রো সদর থানার আমির সালাহউদ্দিন আইউবী বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ‘সমাজে কেউ থাকেন ২০তলায়, কেউ থাকেন গাছতলায়। অথচ কোরআনের বক্তব্য হলো, ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক এই বৈষম্য দূর করতে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা, সমাজের রোল মডেল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, মহান আল্লাহপ্রদত্ত বিধান মানবতার কল্যাণের একমাত্র জীবনব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। সামাজিক এই বৈষম্য দূর করার জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।’

কাপাসিয়ায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সালাহউদ্দিন আইউবী। ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আইউবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যমুক্ত সাম্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত সমাজ কায়েম করতে চায়। জামায়াত তেমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের দ্বারে দ্বারে যেভাবে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে মানুষের কষ্ট লাঘবে, জাতীয় বিভিন্ন দুর্যোগে সাধ্য অনুযায়ী ভূমিকা রাখছে। এভাবেই মানুষকে সঙ্গে নিয়ে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত একটি বৈষম্যমুক্ত সমাজ কায়েম করবে ইনশা আল্লাহ।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার উদ্যোগে টোক ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। উপজেলার টোক ইউনিয়নের বীর উজুলী, ডুমডিয়া, খোরশেদের মোড়সহ কয়েকটি স্থানে স্থানীয় বিত্তবানদের আর্থিক সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন জামায়াতের আমির এফ এম জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে