ঢাকা: করোনাভাইরাসের নতুন ধরন ও অব্যাহত মিউটেশন দেশে সংক্রমণ বাড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দেশ। সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। ভাইরাসটির নতুন ধরন ও মিউটেশনের কারণে সংক্রমণ বেশি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশব্যপী লকডাউন দিতে বাধ্য হয়েছে।
করোনার স্বাস্থ্যসেবায় নতুন সংযোজনের খবর দিয়ে তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য এরই মধ্যে চালু হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল। আপাতত ২৫০ শয্যা রয়েছে এখানে। হাসপাতালটিতে ৩৮ জন বিশেষজ্ঞসহ মোট চিকিৎসক রয়েছেন ১৩৮ জন। যারা নতুন করোনা আক্রান্ত হচ্ছেন তারা এ হাসপাতালে সেবা নিতে পারবেন।
অক্সিজেন সরবরাহের বিষয়ে রোবেদ আমিন জানান, করোনায় সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন। সারাদেশে ২০ থেকে ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার রয়েছে।
সারাদেশে ৬ হাজার ৩৮০টি সাধারণ শয্যা ও ২৪৩টি আইসিইউ শয্যা খালি রয়েছে উল্লেখ করে তিনি জানান, কোন হাসপাতালে শয্যা খালি আছে স্বাস্থ্য অধিদপ্তরের আইএমএসের মাধ্যমে তা জানা যাবে।