হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি গাড়ি দুমড়ে–মুচড়ে গেছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, অসতর্কভাবে একটি প্রাইভেটকার ইউটার্ন নিচ্ছিল। তখন ট্রেনটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের সিগন্যাল পড়ার পর রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। হাতিরঝিল থেকে প্রবেশ করা গাড়ি রেললাইনের সিগন্যালের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এফডিসির দিকে যাচ্ছিল। তখন তেজগাঁও এর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকার আবার একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক গাড়ি রেখে চলে যায়। গাড়িটির মালিকের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি কেউ। এতে দুজন আহত হন বলে জানিয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের মালিক শনাক্তের চেষ্টা চলছে। তারা ঘটনার পর গাড়ি ফেলে চলে গেছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার