হোম > সারা দেশ > ঢাকা

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া মাটি ভরাট করে কৃষি উপযোগী করতে বলা হয়েছে চট্টগ্রামের ডিসি-এসপিকে।
 
এর আগে, নির্দেশ অনুযায়ী অনলাইনে যুক্ত হন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সাতকানিয়ার ওসি–ইউএনও। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী উজ্জল পাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে আব্দুল মুনাফ নামের স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ টপসয়েল কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

হাইকোর্টের আদেশের পরও টপসয়েল কাটা অব্যাহত থাকার বিষয়টি গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় বিষয়টি। এরপর সংশ্লিষ্টদের অনলাইনে তলব করেন হাইকোর্ট।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট