হোম > সারা দেশ > ঢাকা

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া মাটি ভরাট করে কৃষি উপযোগী করতে বলা হয়েছে চট্টগ্রামের ডিসি-এসপিকে।
 
এর আগে, নির্দেশ অনুযায়ী অনলাইনে যুক্ত হন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সাতকানিয়ার ওসি–ইউএনও। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী উজ্জল পাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে আব্দুল মুনাফ নামের স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ টপসয়েল কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

হাইকোর্টের আদেশের পরও টপসয়েল কাটা অব্যাহত থাকার বিষয়টি গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় বিষয়টি। এরপর সংশ্লিষ্টদের অনলাইনে তলব করেন হাইকোর্ট।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি